ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৭৮৮

শামীম পারভেজ এর-

ভালোবাসি লাল সবুজকে

শামীম পারভেজ

প্রকাশিত: ১২ মে ২০১৪   আপডেট: ২১ জুন ২০১৪

শামীম পারভেজ

শামীম পারভেজ

সবুজের প্রলেপ চারিদিক , যেন বিছানো কার্পেট । পরিকল্পনা বিহীন বিছানো কার্পেট । আবার বিশাল সবুজের বাগানো বলা যায় । তবুও রবির সোনালী আলোয় উজ্জ্বল হয় তা । ফোটে নানা রঙ এর বাহারি ফুল । ফুলে ফুলে চলে ভ্রমর , মৌমাছি আর প্রজাপতির খেলা । পাখ পাখালির সুমিষ্ট সুরে নেচে উঠে প্রতিটি মন । আঁধারে জ্যোস্নার রূপালী আলোয় চলে প্রেম নিবেদন , ভালোবাসার খেলা । বর্ষায় বৃষ্টি শীতল করে হাওয়া , প্রবাহিত হয় ঠান্ডা হাওয়া । এরই স্পর্শে অনুভব হয় আরাম । সবুজের মাঝে পাহাড় পর্বত । নেমে আসে ঝরনা । সবুজের বুক চিরে সৃষ্টি করে খাল বিল নদ নদী । যেন বসে বিন্দু বিন্দু জলের মেলা । আর এই মেলাতে সাঁতার কাটে হরেক রকম মাছ । মনের আনন্দে বাস করে সেথা । ভাসে রঙ্গিন পাল তুলে নৌকা , সামপান । কানের পর্দায় স্পর্শ করে ভাটিয়ালী সুর । দিনের সোনালী আলোয় চিকচিক করে ছোট ছোট ঢেউ , মনে হয় যেন স্বর্নের খনি । আর রাতের রূপালী আলোয় মনে হয় যেন মুক্তাগুলো নাচানাচি করে । সবুজের মাঝে ভোরের শীতল শিশির স্বাগত জানায় চরণগুলোকে একটু আরাম দিতে । কি অদ্ভূত অনুভূতি । হাটতে হাটতে সৃষ্টি হয় মেঠো পথের সবুজের বুকে । মনে হয় আলপনায় আঁকা চারিদিক । সবার নয়ন জুড়ায় । এই সবুজের দিকে নজর সবার । কেড়ে নিতে চায় তাকে । কেড়ে নেয়া কি এতোই সহজ ! কেন দেবো ! এর জন্যই ঝরেছে লাল টুকটুকে তাজা রক্ত । স্বাধীন হয়েছে সবুজ অংগন । এই অংগনে অংকিত হলো রক্তের লাল বৃত্ত । যা কখনোই শুকাবেনা । এই স্মৃতি ভেসে বেড়াবে আনাচে কানাচে , প্রজন্মের পর প্রজন্ম । হাজারো বিষাক্ত কাঁটা , বাধা বিপত্তি উপেক্ষা করে লাল সবুজ উড়িয়ে উড়িয়ে বিশ্বে জানান দিতে হবে - এটা আমার , আমাদের সোনার বাংলা । ভালোবাসি লাল সবুজকে ।

 

 

 

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত