ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
Breaking:
হাছান মাহমুদের সাথে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : ঢাকায় দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘মুজিবনগর দিবস’ বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন : প্রধানমন্ত্রী        আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস        অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির     
১১৪৩

বেড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১  

বেড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

বেড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ


বেড়া  প্রতিনিধি:পাবনার বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারনার প্রথম দিনেই উত্তেজনা বিরাজ করছে।আজ শুক্রবার ১২ নভেম্বর বিকাল সাড়ে তিনটার সময় বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারনার প্রথম দিনেই সতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল বাতেন  তার সমর্থকদের নিয়ে বৃশালিখা মহল্লায় নারিকেল গাছ মার্কায় ভোট চাওয়ার নামের ভোটারদের মাঝে শাড়ি ও নগদ টাকা বিতারন করতে থাকে। এ সময় উক্ত মহল্লাবাসি তার এহন কাজের প্রতিবাদ করেন। তারা জানান, এটা নির্বাচনী আচারন বিধি লংঘন।

এসময় বাতেন ও তার বাহিনীর আশরাফ প্রমানিক ও আমিনুল, আনোয়ার হোসেন তারা, জামরুল প্রমানিক, শাহিন মোল্লা, মতিউর রহমান মজনু, আরব আলী, মনিরুজ্জামান মনি, ফকরুল ইসলাম ফকির,  হুমায়ন হোসেন হিটু, ইয়ামিন হোসেন, ফারুক হোসেন, ইশা, সবুজ, বিললু, রাসেল সহ ২০ থেকে ২৫জন লাঠিসোটা ও স্থানীয় অস্ত্র সস্ত্র নিয়ে সাধারন জনগনের উপর হামলা করে মারপিট করে। এতে  ফিরোজ, মুরাদ, ইব্রাহিম, পাপ্পু, ইমরান, সহ ১০ থেকে ১২ জন আহত হয়।

এ ঘটনায় এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে বাতেন ও তার বাহিনীর উপর চরাও হলে আব্দুল বাতেন ও তার বাহিনী ভয়ে ভিতু হয়ে পালিয়ে যায়। বৃশালিখা মহল্লার ইমরান হোসেন বলেন, নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ভোটারদের মাঝে নগদ টাকা ও শাড়ি কাপর বিতারন করতে থাকে ।আমরা এর প্রতিবাদ করলে বাতেন ও তার বাহিনী আমাদের উপর হামলা করে।

এলাকাবাসি মধ্যে বাতেন বাহিনীর ভয়ে আতংক বিরাজ করছে। তাদের আশংকা যে কোন মুহূর্তে  আবারো সে আক্রমন করতে পারে। এব্যাপারে বেড়া থানায় একটি অভিযোগ করেছে। এ সংবাদ ছরিয়ে পরলে পৌর এলাকা হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক মাঠে নেমে বাতেনেরে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত