ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী        দেশব্যাপী তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস        উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের        তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ : স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ মাউশি’র     
৪১৮

বিএসএমএমইউ লিভার বিভাগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

রোগীদের সাথে আনন্দ ভাগাভাগি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

রোগীদের সাথে আনন্দ ভাগাভাগি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে আজ আনন্দমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় স্ক্রীনে লিভার ডিপার্টমেন্টের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে উপাভোগ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধনী ফলকটি উন্মোচন করার পর হেপাটোলজি বিভাগের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে কেক কেটে বাঙ্গালী জাতির এই অবিস্মরনীয় অর্জনটি উদযাপন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আইয়ুব আল মামুন, চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, ডা. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ, সহযোগী অধ্যাপক ও ডা. দুলাল চন্দ্র দাস সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

উপস্থিত শিক্ষক ও রেসিডেন্টরা বাংলাদেশের স্বাধীনতার পর জাতিকে এমন অসাধারন একটি উপহার দেয়ার জন্য এবং আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করিয়ে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘ্যায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে হেপাটোলজি বিভাগে ভর্তি রোগীদের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে স্ন্যাক্স বিতরন করা হয়।



মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত