ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৬৩৮

প্রতি ওয়ার্ডে বাচ্চাদের খেলার পার্ক করে দিবো : এ্যাড.আসিফ শামস্

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

বেড়া পৌর  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আসিফ শামস্ রন্জন

বেড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আসিফ শামস্ রন্জন


এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রত্যেকটি ওয়ার্ডে বাচ্চাদের সুস্থ বিনোদন এবং মানসিক বিকাশের জন্য খেলার পার্ক করে দিবো।এবং পরবর্তীতে প্রতিটি গ্রামে ছোট ছোট করে পার্কের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।এতে বেড়া পৌর অঞ্চলের শিশুরা সুস্থ বিনোদনের মাধ্যমে বেড়ে উঠবে।

তিনি বলেন, তাছাড়া বেড়া পৌরসভায় যতগুলো খেলার মাঠ এবং স্টেডিয়াম আছে সে গুলোকে সংস্কার করা হবে।যাতে এই পৌর অঞ্চলের ছেলে মেয়েরা খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে,এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখতে পারে।সেই কর্ম পরিকল্পনা নিয়ে আমি কাজ করবো।যদি আগামী ২৮ শে নভেম্বর নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে,আমাকে নির্বাচিত করেন ,তাহলেই কেবল তা সম্ভব।



আজ মঙ্গলবার ৯ নভেম্বর সন্ধ্যায় বেড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৬ নং ওয়ার্ডের অন্তর্গত মোহনগঞ্জ বাজারে  ও ৫নং ওয়ার্ডের অন্তর্গত  তেঘরী  মহল্লায় 'মহরুম মান্নান ভাইয়ের বাড়িতে'' উঠান বৈঠকে আংশগ্রহন করেন,বেড়া পৌর  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি একথা বলেন।


এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি আরো বলেন, বেড়া পৌর অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার যে দুর্দশা তা আমি প্রত্যক্ষ করেছি।একটু বৃষ্টি হলেই আপনাদের আশেপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়।আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমেই দুই তিন মাসের মধ্যে ‘ড্রেনেজ ব্যবস্থা’ কে মাস্টার প্ল্যানের মাধ্যমে এমনভাবে করা হবে যে, এই পুরো অঞ্চলে আর কোন জলবদ্ধতা থাকবে না।আরও একটা সমস্যা আমি প্রত্যক্ষ করেছি সেটা হল ‘বর্জ্য ব্যবস্থাপনা’ এবং সুপেয় পানি যা আপনাদের প্রাপ্য অধিকার। ইনশাআল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবোই।



উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন,আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,সভাপতি, বেড়া পৌর আওয়ামী লীগ।এবং উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক,বেড়া পৌর আওয়ামী লীগ।আরো উপস্থিত ছিলেন,হান্নান, রমজান আলী,নজরুল ইসলাম দুলালসহ,বেড়া পৌর আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মুজিব আদর্শের সৈনিকেরা।

 


মুক্তআলো২৪.কম


আস্থা রাখুন তারুণ্যে,,,
আস্থা রাখুন নৌকায়,,,,

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত