ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
৭১৩

পৌরসভা হবে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : এ্যাড.আসিফ শামস্ রন্জন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

আগামী ২৮ শে নভেম্বর বেড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, এ্যাড.আসিফ শামস্ রন্জন।

আগামী ২৮ শে নভেম্বর বেড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, এ্যাড.আসিফ শামস্ রন্জন।


আজ রবিবার ৭ নভেম্বর বেড়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে  ২নং ওয়ার্ডের অন্তর্গত চরপাড়া মহল্লা ও ২নং ওয়ার্ডের অন্তর্গত শেখপাড়া মহল্লায় উঠান বৈঠকে আংশগ্রহন করেন, আগামী ২৮ শে নভেম্বর বেড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, এ্যাড.আসিফ শামস্ রন্জন।

এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি তার বক্তৃতায় বলেন, আমি যদি নির্বাচিত হই, বেড়া পৌরসভা’কে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে, এখানকার ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য  ব্যবস্থাপনার একটি স্থায়ী সমাধান আপনাদের জন্য উপহার দিব।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, নৌকা প্রতীক যদি নির্বাচিত হয়,তাহলে আপনাদের যেকোন সমস্যা এবং তার সমাধানের দায়িত্ব আমি পালন করব। বেড়া পৌরসভা হবে,আপনাদের যে কোন সমস্যা ও সমাধানের কেন্দ্রবিন্দু।



এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি আরো বলেন,আমি নির্বাচিত হলে প্রত্যেকটি ওয়ার্ড এ অন্তত ছোট ছোট করে,একটি খেলার মাঠ করে দিব।যেখানে বাচ্চারা খেলাধুলা করবে এবং সুস্থ মানসিক বিকাশের সঙ্গে তারা বেড়ে উঠবে।আগামী দিনে তারা বাংলাদেশের সুস্থ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে।

এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি উঠান বৈঠকে যথারিতি উপস্থিত নারী-পুরুষ,বৃদ্ধ সবার সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করেন।



এ্যাড.আসিফ শামস্ রন্জন তিনি বলেন, আমি নির্বাচিত হলে যে কোনো সমস্যার জন্য আমরা গ্রামভিত্তিক বসবো  এবং আপনাদের সঙ্গে বসে পরামর্শ করে যে কোন সমস্যার সমাধান করব।আপনার সমস্যা আপনাকে বুঝতে হবে।আপনার সমস্যা আপনাকে বলতে হবে।তাহলেই কেবল তার সমাধানের পথ বের করতে পারবো।



উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উক্ত ওয়ার্ডের সভাপতি, আব্দুস সামাদ, জনাব আলাহাজ্ব মোঃ আল-মাহমুদ সরকার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদক পাবনা জেলা আওয়ামী লীগ,জনাব মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বেড়া পৌর আওয়ামী লীগ।বেড়া পৌর আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ নেতৃবৃন্দ।




মুক্তআলো২৪.কম





 

আস্থা রাখুন তারুণ্যে,,,

আস্থা রাখুন নৌকায়,,,,

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত