ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
১২০১

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাত দলের সর্দার

জেলা প্রতিনিধি-রায়ান নূর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

গুলিবিদ্ধ ডাকাত ছানা মিয়া

গুলিবিদ্ধ ডাকাত ছানা মিয়া

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্ততিকালে পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত দলের প্রধান গুলিবিদ্ধ হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে ১টি রিভালভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ ছানা মিয়া পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তাকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এসময় আহত  পুলিশ সদস্যরা হলেন- এসআই মকলেছ, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও মকসেদুর রহমান ৷ আহত ৩ পুলিশ সদস্যকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷

 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, রোববার রাত প্রায় আড়াইটার দিকে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সদস্য ছানা মিয়ার বাম পায়ে গুলি লাগে। এ সময় ১টি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।


এছাড়াও তিনি জানান,গুলিবিদ্ধ ডাকাত ছানা মিয়া একাধিক মামলার আসামী ছিলেন৷


 মুক্তআলো২৪.কম/২১জানুয়ারি২০১৯/রায়ান নূর

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত