ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৪২২

পদ্মা সেতু এবং শেখ হাসিনার বীরত্ব:অধ্যাপক ডা. মামুন আল মাহতাব

লেখকঃ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল):
পদ্মা সেতু একটি স্বপ্ন নয়, অনেক লাঞ্ছনা-বঞ্চনার, উপহাস ও অপমানের জবাব। আমরা চেয়েছিলাম ঋণ, কিন্তু কথিত দুর্নীতির অভিযোগে অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছিলো বিশ^ব্যাক, এডিবিসহ অনেকেই। দেশীয় ও আন্তর্জাতিক যড়যন্ত্র শুরু হলো। আমাদের দমিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা অব্যাহত থাকলো। কেউ বললো, পদ্মা সেতু করতে পারবে না সরকার, সেতু বানালেও কেউ উঠবেন না, ভেঙে পড়বে! কেউ কেউ বিশ^ব্যাংককে ব্যবহার করে ষড়যন্ত্র করলো। এমন কোনো চেষ্টা বাদ রাখেনি অশুভ শক্তি, যাতে পদ্মা সেতু বন্ধ হয়ে যায়।

আমাদের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে অট্ট হাসছিলো বাংলাদেশবিরোধীরা। এই মিথ্যা অভিযোগ মেনে নেওয়ার মতো পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম না। মেনে নেওয়ার কোনো সুযোগও ছিলো না। আমাদের গায়ে মিথ্যা কলঙ্ক লাগাতে চেয়েছিলো বাংলাদেশবিরোধীরা, আমরা রুখে দাঁড়ালাম। বঙ্গবন্ধুকন্যার একটি সাহসী ঘোষণায় সবকিছু বদলে গেলো। তিনি বললেন, ‘অর্থের কারণে পদ্মা সেতু হবে না, এটা হতে পারে না, আমরা নিজেদের অর্থেই করবো এই সেতু।’ আমাদের বুকের ছাতি বড় হয়ে সাত ইঞ্চি হয়ে গেলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক ঘোষণায়। আমরা পারবোই, আমাদের পারতেই হবে, পদ্মা সেতু আমরা বানাবোইÑ এই প্রত্যয় ছড়িয়ে পড়লো জনে জনে। মনে মনে। মানুষে মানুষে। মানুষ অভূতপূর্ব সাড়া দিলো প্রধানমন্ত্রীর ডাকে। খুব দ্রুতই সিদ্ধান্ত হলো, নিজেদের অর্থায়নেই হবে স্বপ্নের পদ্মা সেতু। একটি আত্মপ্রত্যয়ী জাতি কখনো অন্যায়ের কাছে মাথানত করে না। বরং বিরুদ্ধ ¯্রােতের বিরুদ্ধে লড়াই করে। আমরাও শুরু করলাম লড়াই, পদ্মা সেতু বানাবার স্বপ্নে নিজেদের অর্থে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে।

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। দৃশ্যমান। সেতুর অবকাঠামো দাঁড়িয়ে গেছে। বাকি কেবল সড়ক ও রেলপথ নির্মাণ। এই কাজও সম্পন্ন হবে খুব শিগগিরই, ২০২১ সালের শেষের দিকে সেতু দিয়ে চলবে রেলগাড়ি, চলবে বাস, ট্রাক, সব ধরনের গাড়ি। একইসঙ্গে দক্ষিণ বাংলা তথা বাংলাদেশের অর্থনীতিও ডানা মেলে উড়বে। উড়ে উড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

অর্থনীতিবিদদের ধারণা, পদ্মা সেতু চালু হলে ১.২ শতাংশ জিডিপি বাড়বে। ন্যূনতম ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা তাদের। তাদের এই ধারণা অমূলক নয়। বাস্তবতা। এই সেতু চালু হলে শিল্পকারখানা গড়ে উঠবে, মানুষ চাকরি পাবে, কর্মসংস্থানের আশায় ওই অঞ্চলের মানুষ আর ঢাকায় আসবে না। অর্থনৈতিক কর্মকা-ে জমজমাট হয়ে উঠবে পুরো দক্ষিণ বাংলা। বাংলাদেশের অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।

পদ্মা সেতু, আমাদের অর্থনীতির জিয়ন কাঠি। আমরা যে অর্থনৈতিক উন্নতির স্বপ্ন দেখছি, তার পালে হাওয়া দেবে এই সেতু। পদ্মা সেতু আমাদের এগিয়ে দেবে, এগিয়ে রাখবে। অর্থনৈতিক অগ্রগতিতে আমাদের যে অর্জন, দুনিয়ার কাছে এমনিতেই এখন এক বড় বিস্ময়ের নাম বাংলাদেশ। পদ্মা সেতু চালু হলে সেই অগ্রগতি আরও গতি পাবে। বদলে যাবে বাংলাদেশের অর্থনীতির গতিচিত্র। আমরা যে এখন আমাদের গন্তব্যের পথে, এটা এখন আর দূরের স্বপ্ন নয়। কারণ স্বপ্নই পথ দেখায়। আমরা স্বপ্নের পথ ধরে, বাস্তবতাকে সঙ্গে করে এগিয়ে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক অগ্রগতি কেউ দাবিয়ে রাখতে পারবে না।

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলার। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা বাস্তবায়নের পথে। পদ্মা সেতু তার সাহসী সিদ্ধান্তের ফসল। তিনিই পদ্মা সেতু নির্মাণের প্রধান কারিগর। তার শাসনামলেই বাংলাদেশের অর্থনীতির গতিচিত্র বদলে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ আমরা অর্জন করবোই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। যে মানুষটির সাহসী সিদ্ধান্তে পদ্মা সেতু আজ বাস্তবতা, যার সুদক্ষ সব সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতি আজ পৃথিবীর বিস্ময়, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তার ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। তবুও ক্ষুদ্র চেষ্টা হিসেবে পদ্মা সেতুর নামকরণ হোকÑ ‘শেখ হাসিনা পদ্মা সেতু’। এটা আমার প্রস্তাব। আশা করছি, জনগণের আকাক্সক্ষার এই প্রস্তাব গৃহীত হবে।


লেখকঃ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

-চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

-সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ

 



মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত