ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১৭০

নূপুর শর্মার নিন্দা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ জুলাই ২০২২  

ভারতের সুপ্রিম কোর্ট (এসসি) আজ বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মাকে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে তার ভারতসহ সারা বিশ্বে ক্ষোভের জন্ম দেওয়া অবমাননাকর মন্তব্যের জন্য কঠোর সমালোচনা করেছে।

সারা দেশে তার বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদনের শুনানি কালে সুপ্রিম কোর্ট বলেছে, ‘যেভাবে তিনি সারাদেশে আবেগ উসকে দিয়েছেন... দেশে যা ঘটছে তার জন্য ইনি এককভাবে দায়ী। তার ‘পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিতর্কে কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
সুপ্রিম কোর্ট বলেছে, তার মন্তব্যে তার ‘একগুঁয়ে ও উদ্ধত চরিত্র’ প্রকাশ পেয়েছে এবং তার ‘লাগামহীন বক্তব্য সমগ্র দেশে আগুন ধরিয়ে দিয়েছে।’

আদালত উল্লেখ করেছে যে, ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের দুর্ভাগ্যজনক ঘটনাও শর্মার বিরূপ মন্তব্যের জের। মঙ্গলবার সেখানে দুই যুবক এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে।

এই মাসের শুরুর দিকে একটি টিভি অনুষ্ঠানে বিতর্কের সময় নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য ভারত এবং কাতার, সৌদি আরব, কুয়েত, ইরানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং নবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে নূপুর শর্মার মন্তব্যের জন্য তাদের প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে। 

পরে, ক্ষমতাসীন বিজেপি হাইকমান্ড তার বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করে। দল দিল্লি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, শুনানির সময় নূপুর শর্মার আইনজীবী বলেন, হুমকির কারণে তিনি আবেদনে তার নাম ব্যবহার করেননি। এসময় আদালত মন্তব্য করে যে, ‘তিনি হুমকির সম্মুখীন হয়েছেন না কি তিনি নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন’। 
মিডিয়া রিপোর্টে বলা হয়, আদালত ‘সম-আচরণ’ এবং ‘কোন বৈষম্য নয়’ সংক্রান্ত নূপুর শর্মার যুক্তি খারিজ করে দেয়।
বিচারকদের উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ‘তবে আপনি যখন অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তখন তারা অবিলম্বে গ্রেপ্তার হয়, কিন্তু যখন এটি আপনার বিরুদ্ধে হয়, তখন কেউ আপনাকে স্পর্শ করার সাহস করে না।’






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত