ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
৮২৫

জার্মানির বিশ্বকাপ ২৪ বছর পর

অনলাইন

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৪   আপডেট: ২০ জুলাই ২০১৪

প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের ইতিহাস গড়ল জার্মানি,লাতিন আমেরিকার মাটিতে । অতিরিক্ত সময়ে মারিও গোটশের দারুন এক গোলে ভর করে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে জোয়াকিম লোর শিষ্যরা।প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়েছিল গোলশূন্যভাবে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট এক ম্যাচ উপহার দিলেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পাননি আর্জেন্টিনা ও জার্মানির খেলোয়াড়েরা।দ্বিতীয়ার্ধে, ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার দারুন সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি। তাঁর শট চলে যায় জার্মান গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। ৮০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন বেনেডিক্ট হুভেডেস। কিন্তু গোলপোস্টের একদম সামনে বল পেয়েও শট নিতে পারেননি এই জার্মান ডিফেন্ডার। দুই মিনিট পরে টনি ক্রুসের একটি শটও চলে গেছে আর্জেন্টিনার গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।
এর আগে প্রথমার্ধে, ২১ মিনিটের মাথায় গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। বল ক্লিয়ার করতে গিয়ে হিগুয়েইনের পায়েই বল তুলে দিয়েছিলেন টনি ক্রুস। কিন্তু সামনে শুধু গোলরক্ষক থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে শট নিতে পারেননি হিগুয়েইন। ৩০ মিনিটে একবার জার্মানির জালে বলও জড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার। কিন্তু গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৪০ মিনিটে লিওনেল মেসিও পেয়েছিলেন গোল করার দারুণ সুযোগ। কিন্তু গোললাইনের একেবারে সামনে থেকে বল বিপদমুক্ত করেন জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটাং।
জার্মানিও বেশ কয়েকবার আতঙ্ক ছড়িয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে। ১৩ মিনিটে মুলারের দারুণ এক ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি মিরোস্লাভ ক্লোসা। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে এমন দৃশ্য দেখা গেছে আরও একবার। ৩৭ মিনিটে আন্দ্রে শুরলের দারুণ এক শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

 

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত