ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত        বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী        প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের     
১৬৯৬

জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসায় ৩০০ বেশি আল-কোরআন বিতরণ

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

প্লাবন্তী জামান (ইতি)

প্লাবন্তী জামান (ইতি)

১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং বর্বরোচিত  একটি দিন ।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে "The Roots  of Human Foundation"(দ্য রুটস্  অফ হিউমান ফাউন্ডেশন") পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ কামরুল আলাম (ফয়সাল) এবং সদস্য সচিব প্লাবন্তী জামান (ইতির) উদ্দ্যোগে ২০টির বেশি মাদ্রাসায় ৩০০ বেশি আল-কোরআন বিতরণ করেন ।
নতুন সংগঠন হিসাবে তাদের এইটি নতুন কর্মসূচি জাতির পিতার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা  এবং গভীর শোক প্রকাশ করে ।

সভাপতি মোহাম্মদ কামরুল আলাম(ফয়সাল)বলেন, “ জাতি এই কলঙ্ক  কোন দিন মুছতে  পারবে না। যে কোন রাষ্ট্রের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর ছিলো একজন আর্দশ নেতা। “

সদস্য সচিব প্লাবন্তী বক্তব্যে বলেন “ আমরা লজ্জিত যে এতো বড় হিংস্রতা আমাদের দেশের কিছু ঘাতক চক্র সম্পাদিত করেছে। তারা শুধু জাতির পিতাকে ১৫ আগস্ট খুন করেনি । বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। ১৫ আগস্টের এই ভংঙ্কর রাত আমরা কোন দিন ভুলতে পারবো না। এবং নতুন প্রজন্ম হিসাবে রাস্ট্রপ্রতি বরাবর আবেদন এই যে আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সম্পূর্ণ পরিবারের হত্যার সকল হত্যাকারিদের বিচার চাই । “

এই সংগঠনের আরো ছিলো সোহেল , পিপু, ইতি , দিপু , ইত্যাদি
এই সংগঠনে মূল্য উদ্দেশ্য মুক্তিযোদ্ধা পরিবারের জন্য
ও সমাজের মানুষের জন্য কাজ করা ।সংগঠনটি খুব তারাতারি আনুষ্ঠানিক ভাবে কাজ করা শুরু করবে।


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত