ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
৪৯৮

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  


সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আজ ১ এপ্রিল ছিল শাবান মাসের শেষ দিন এবং পবিত্র মাস শুরু হবে আগামীকাল শনিবার (২ এপ্রিল)। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও আগামীকাল থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে। 

সৌদির চাঁদ দেখা অনুসারে আফগানিস্তান, আর্মেনিয়া, অষ্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুরকিনা ফাসো, ডেনমার্ক, কুয়েত, সুদানসহ আরও অনেক দেশ একই দিন থেকে রোজা পালন শুরু করে। 

অন্যদিকে ওমান জানিয়েছে, ৩ এপ্রিল থেকে তাদের দেশে শুরু হবে রমজান। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইতেও ৩ এপ্রিল থেকে রোজা পালন করা হবে বলে জানিয়েছে। 

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত