ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৬৮৭

গত এক বছরে ১০ ভাগ জিডিপি বৃদ্ধি পেয়েছে দেশে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৪   আপডেট: ২৩ জুলাই ২০১৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

দেশে গত এক বছরে ১০ ভাগ জিডিপি বৃদ্ধি পেয়েছে,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন। ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে।আজ শনিবার ভোলার চর সামাইয়্যা ইউনিয়ন পরিষদে দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণকালে তোফায়েল আহমেদ এ কথা বলেন। মন্ত্রী আজ ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া ইউনিয়নসহ ১৩টি ইউনিয়নের গরিব ও দুস্থদের মধ্যে ২০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।তোফায়েল আহমেদ বলেন, ভোলা হবে স্বপ্নের নগরী। শিল্প কল-কারখানায় সমৃদ্ধ জেলাটি দেশের অন্যতম জেলায় পরিণত হবে।
ভোলায় নদীভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবেন উল্লেখ করে ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, গত বছর মানুষ যে হারে পানিবন্দি হয়ে ছিল, এ বছর তাঁদের সে দুর্ভোগ পোহাতে হয়নি। তিনি জানান, ভোলায় গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনকেন্দ্র স্থাপনের কাজ চলছে। আগামী নভেম্বরে ওই কেন্দ্রের উদ্বোধন করা হবে।বস্ত্র বিতরণ সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

 

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত