ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
১১৯৪

কালিগঞ্জে মামলাবাজ শ্যামলী`র শাস্তির দাবী জানিয়েছেন সাধারন জনগন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

কালিগঞ্জের মামলাবাজ শ্যামলী

কালিগঞ্জের মামলাবাজ শ্যামলী

বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার একটি শান্তিপূর্ণ ইউনিয়ন ০৩ নং চাম্পাফুল ইউনিয়ন। এই ইউনিয়নের ০২ নং সাইহাটী ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নন্দির মেয়ে শ্যামলী নন্দী (৫৩)। শ্যামলী নন্দী অদ্যাবধি চাম্পাফুল ইউনিয়ন সহ পার্শ্ববর্তী আশাশুনি,দেবহাটা,সাতক্ষিরা সদর সহ বিভিন্ন এলাকার মানুষের নামে অসংখ্য মামালা করে আসছেন। এমনকি তার নিজ ভাই,ভাইয়ের বউ,ভাতিজার নামে ও মামলা করেছেন। যাহা পরবর্তীতে মহামান্য আদালতে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

বিভিন্ন ঊর্দ্বতন কর্মকর্তার কাছে নিজেকে অসহায় নারী দাবী করে তাহাদের ভুল বুঝিয়ে বহু সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা নেওয়ার জন্য বিভিন্ন থানায় সুপারিশ করিয়ে ও নিতেন এই শ্যামলী এবং সাধারনের নিকট মামলা তুলে নিবেন বলে বড় অংকের টাকা দাবী করতেন। পরবর্তী তে ঊর্দ্বতন কর্মকর্তাগন বুঝতে পারেন শ্যামলী একজন পেশাদার মামলাবাজ এবং অর্থ উপার্জনের জন্য এই পথ অবলম্বন করেন,তখনই তাকে(শ্যামলী) ঊর্দ্বতন কর্মকর্তার দপ্তরে প্রবেশ করতে নিষেধ করেন। চাম্পাফুল ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় শ্যামলীর বিরুদ্ধে একাধিক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবুও অর্থ উপার্জনের লক্ষ্যে সাধারণ জনগনের নামে বিভন্ন থানা ও কোর্টে মিথ্যা পিটিশন করেই যাচ্ছেন এই শ্যামলী নন্দী।
ইদানীং চাম্পাফুল বাজারে ভ্যানচালক,ভাড়ায় চালিত গরীব মোটরসাইকেল চালকদের সাথে নিজ ইচ্ছায় তর্ক করে এবং তাৎক্ষনিক পরহিত জামা কাপড় ছিড়ে কোর্টে চলে যায়।তারপর শ্লীলতাহানি,চাঁদাবাজি,ধর্ষণের চেষ্টা ইত্যাদির পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের কপি বাড়িতে নিয়ে এসে বিবাদীদের নিকট বড় অংকের টাকা দাবী করেন শ্যামলী। যাহা বর্তমানে রেওয়াজে পরিণত হয়েছে। সাধারণ গরীব খেটে খাওয়া মানুষ ঝামেলায় জড়াতে চান না বলে শ্যামলীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ দিতে চান না।
অথচ শ্যামলীর পরিবার সহ হাজারো সাধারণ ভুক্তভোগী জনগণ তাদের শত আর্তনাদ চেপে রেখেছেন। চাম্পাফুল ইউনিয়নের সাধারন জনগন শ্যামলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদপত্রের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও মাননীয় পুলিশ সুপার মহোদয় সাতক্ষিরা দ্বয়ের নিকট বিশেষ অনুরোধ জানিয়েছেন। শ্যামলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করলে কালিগঞ্জের চাম্পাফুল তথা পার্শ্ববর্তী আশাশুনি,দেবহাটার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে।

মুক্তআলো২৪.কম/২৭জানুয়ারি২০১৯

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত