ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১২১৫

কালিগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

কালিগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ

কালিগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি উপজেলায়। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন।

সেই লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে নবীন-প্রবীণ একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন।

উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার খবরে বিশেষ করে এলাকার তরুণ ও সর্বস্থরের ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে আনান্দ উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্যাপ্টেনকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি, অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আর এ ধরনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারনে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক।

নিজের প্রার্থীতার বিষয়ে মাসুদ পারেভজ ক্যাপ্টেন সাংবাদিকদের জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ এবং এসডিজি ২০৩০ বাস্থবায়নে তিনি দৃড় অঙ্গিকার বদ্ধ। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক , সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে কালিগঞ্জ উপজেলাকে একটি শান্তি প্রিয় উপজেলা হিসাবে গড়ে তুলবেন । এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মসহ সর্বস্থরের জনসাধারনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

মুক্তআলো২৪.কম/২১জানুয়ারি২০১৯/সাতক্ষীরা

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত