ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
১৪৬৪

কাল কোর কমান্ডারদের বৈঠক:পাকিস্তানে সংকট চরমে

অনলাইন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৪   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪

সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ,পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছানোর পর দেশটির সেনাবাহিনীর কোর কমান্ডারদের বৈঠক ডেকেছেন। রাজধানী ইসলামাবাদে ইমরান খান ও ড. তাহিরুল কাদরির নেতৃত্বে অবস্থান কর্মসূচি সহিংস হয়ে ওঠা এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর জেনারেল রাহিল এই বৈঠক ডাকলেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, আগামীকাল (সোমবার) বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে সভাপতিত্ব করবেন জেনারেল রাহিল শরিফ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। 

উঁচু পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে ডন বলেছে, বৈঠকে মূল আলোচনা হবে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের কৌশল নিয়ে। গতকাল শেষ বেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরুর পর পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এ পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং অগণিত লোক আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে, গতকাল আইএসপিআর বলেছিল, রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ধরেই নেওয়া হচ্ছে সেনাবাহিনীর সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সূত্র : আইআরআইবি

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত