ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
৩১৬

করোনায় মৃত্যু ১২ জন, শনাক্ত ২.৯৭ শতাংশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  


দেশে আজ করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৮ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৬৩ জন। গতকাল  ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭০৩ জন। দেশে এ পর্যন্ত ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ।   

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ২ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছেন। গতকাল ২১ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

 

 

 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত