ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৩৮৪

করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে:এ্যাড: শামসুল হক টুকু এমপি

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি

 

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি বলেন,সারাবিশ্ব আজ মরনঘাতী করোনার ছোবলে দিশেহারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, "অদৃশ্য শত্রু করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।"

শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি, পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মকতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা মোকাবেলা বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মোকবেলায় যে কোন মূল্যে জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি বলেন,জাতীয় মহাদুর্যোগে প্রতিরোধে দল মত নির্বিশেষে একজোটে কাজ করতে হবে।

তিনি বলেন,ত্রাণসামগ্রী বিতরণ, ওমমএস ও ১০টাকা কেজি দরে চাউল বিক্রয়ে কোন রকম দূর্নীতি বরদাস্ত করা হবেনা।

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি আরও বলেন,নারায়নগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য স্থান থেকে আসা প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক হোম কোয়রেন্টাইনে রাখতে হবে। এ ব্যাপারে তিনি সামাজিক দুরত্ব বজায় রাখা ব্যাক্তিগত সুরক্ষার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ।আরও বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরমেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, এমপি পুত্র এ্যাড: আসিফ শামস রঞ্জন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফাতেমা তুজ জান্নাত, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, পিআইও আব্দুল্লাহ আল জাবির, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক আবুল কাশেম ও রতন দাস।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত