ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৫০৮

করোনা মোকাবেলায় বিশ্ব নেতাদের মাঝে শীর্ষে মোদি

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

করোনা মহামারির যুদ্ধে নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের মাঝে শীর্ষ স্থান অধিকার করেছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পোলস্টার মর্নিং কনসাল্ট নামে একটি সংস্থার সমীক্ষায় দেখা যায়, ১৪ এপ্রিল পর্যন্ত তার পয়েন্ট হয়েছে ৬৮। এই পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন মোদি।

দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডর। আর তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তালিকায় ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজেপি সভাপতি জে পি নাড্ডা এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। একদিকে ভারতীয় জনগণের সুরক্ষা ও তা নিশ্চিত করা এবং অন্যদিকে অন্যান্য দেশগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তিনি বিশ্বের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।’

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত