ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
২১৩

`আমেরিকা ও ব্রিটেন র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছে, দক্ষ করেছে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  


ব্রিটিশ শাসিত জিব্রাল্টারের ব্যবসা, পর্যটন ও বন্দর মন্ত্রী ভিজয় দারিয়ানানী, এমপি পল ব্রিস্টো, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও সামান্তা কোহেন, এমপি টম হান্টার উপস্থিতিতে সুনামগঞ্জের দিরাইয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব সৃষ্টি করেছে আমেরিকা ও ব্রিটিশরা। তারা এই বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে, দক্ষ করেছে। ইউএসএ র‌্যাবকে শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট। কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারগেশন।এসব কিছু শিখিয়েছে আমেরিকা।

মন্ত্রী বলেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্বীকার করেছে র‌্যাবের কারণে আমাদের এখানে সন্ত্রাসবাদ কমেছে। বিদেশিরা একতরফা তথ্য পেয়ে আমাদের র‌্যাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মন্ত্রী যখন সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেছিলেন তখন তাঁর পাশেই উপস্থিত ছিলেন ব্রিটেনের মন্ত্রী ও দুই এমপি।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুর গ্রামে শিক্ষানুরাগী যুক্তরাজ্যপ্রবাসী জিল্লুর রহমানের নাগরিক সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটেনের ব্যবসা, পর্যটন ও বন্দর মন্ত্রী ভিজয় দারিয়ানানী, ব্রিটিশ এমপি পল ব্রিস্টো, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও সামান্তা কোহেন, ব্রিটিশ এমপি টম হান্টা, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

মন্ত্রী নাগরিক সংবর্ধনা সভা শেষে শিরিলব অতিথিদের নিয়ে চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন, সৈয়দ মনোহর আলী আটগ্রাম মহাবিদ্যালয়, আলহাজ আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'র‌্যাব বাংলাদেশে নিজেদের কাজকর্মের মাধ্যমে দক্ষতা অর্জন করেছে। তারা খুবই ইফেক্টিভ, ভ্যারি ইফেশিয়ান্ট। তারা দুর্নীতিগ্রস্তও নয়। এ কারণেই তারা জনগণের আস্থা অর্জন করেছে। তাদের কারণে আমাদের দেশের সন্ত্রাসী কার্যক্রম কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণেই। '

মন্ত্রী আরো বলেন, আমেরিকার স্ট্যাড ডিপার্টমেন্ট নিজে র‌্যাবের কৃতিত্বের কথা স্বীকার করেছে। কিন্তু এখন কিছু লোক যারা আইন-শৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ না করে বিদেশিদের কাছে নালিশ করছে।

আমেরিকা র‌্যাবকে নিষিদ্ধ করার বিষয়ে মন্ত্রী বলেন, 'আমরা তাদের জানাব। হয়তো এখনো ঠিকমতো তাদের জানাতে পারিনি। কারণ তারা একতরফা তথ্য পেয়েছে। স্বয়ং আমেরিকায় এক লক্ষ মিসিং হয়। তো এর দায়-দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয় পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে। গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে। ' মিসিং হওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন ও হারিছ চৌধুরীর প্রসঙ্গ টেনে মন্ত্রী আরো বলেন, হারিছ চৌধুরী গত ১৫ বছর ধরে নিখোঁজ ছিলেন। তিনি ঢাকায়ই আত্মগোপন করেছিলেন। হুজুর সেজে তাবলিগ করতেন। গত বছর সেপ্টেম্বরে মারা যান তিনি। সালাহ উদ্দিন সাহেবকে আসামের শিলং পাওয়া গেছে।

মন্ত্রী আরো বলেন, যারা র‌্যাবকে পছন্দ করে না, তারাই অপপ্রচার করছে। সব দেশেই ল অ্যান্ড ফোস বিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। আগে বেশি ছিল এখন খুব কম হচ্ছে। তার পরও যখন এমন মৃত্যু হয় তখন জুডিশিয়ালভাবে সেটি তদন্ত হয়।

র‌্যাব প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, 'আমাদের দেশে দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিল, সেই ঘটনার জুডিশিয়াল বিচার হচ্ছে। ওদের শাস্তিও হচ্ছে। র‌্যাবের যদি রুলস অব এনগেজমেন্টে কোনো কিছুর দুর্বলতা থাকে, কোনো উইকনেস থাকে, এই রুলস অব এনগেজমেন্টে যদি কোনো হিউম্যান্ট রাইট ভায়োলেট হয়, অবশ্যই আমরা সেখানে নতুন করে ট্রেনিং দেওয়াব। কিন্তু কোনো ব্যক্তিবিশেষের ওপর হঠাৎ করে এই যে সেংশনগুলো দেওয়া হয়েছে সেটা ন্যায়সংগত নয়। ' যারা র‌্যাব তথা বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছে সেই বিদেশিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'আপনারা আসেন, দেখেন, লোকজনের সাথে কথা বলেন। আসল ঘটনা উদ্ধার করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেন। '







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত