ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১২১৪

ফকির ইলিয়াস এর কবিতা-

`আজ বিপন্ন আকাশের নাম ফিলিস্তিন`

নিউইয়র্ক থেকেঃফকির ইলিয়াস

প্রকাশিত: ১২ জুলাই ২০১৪   আপডেট: ১৩ আগস্ট ২০১৪

শিশুটি জানে না তার অপরাধ কি ! বালক, যেতে চেয়েছিল স্কুলে
আর বালিকা মক্তবের পাঠ শেষ করে ফিরছিল ঘরে। উর্দি পরা সৈনিক
দেখে তারা দাঁড়াতে চায় না। ওদেরকে থামিয়ে দেয়া হয়। তারপর
টেনে-ছিঁছড়ে নিয়ে যাওয়া হয়, অজানা গন্তব্যে।
 
কী এক বেদনায় বিপন্ন আজ গোটা পৃথিবীর আকাশ ! এই আকাশ কি
শুধু ঢেকে রেখেছে গাজা কিংবা জেরুজালেমের চৌহদ্দি ! না কী এই
আকাশের ছায়া এসে লেগেছে ওয়াশিংটনেও !
 
এমন নারকীয় হত্যাযজ্ঞের আজ বিশ্বজুড়ে কোনো প্রতিবাদ নেই ।
এমন খুনীদের বিরুদ্ধে আজ কোথায় দুনিয়ার মানবতাবাদী নেতারা ?
কোথায় `এ্যমনেষ্টি ইন্টারন্যাশনাল` ? কোথায় `সেভ দ্যা চিলড্রেন`?
 
নক্ষত্রের দিকে উড়ে যাচ্ছে রক্ত। সূর্যের গায়ে লাগতে চাইছে ঘাতকের হাত।
চাঁদের বুড়ী`কে তাড়িয়ে দিতে চাইছে যেসব খুনী- আমরা তাদের পরিচয়
জানি। অথচ তারপরও দাঁড়াতে পারছি না- ওদের বিরুদ্ধে।
 
হে কালো ইটে নির্মিত শাদা ঘর ! আর কত শিশুর প্রাণ হরণের পর
তোমার অধিপতি হাত উঁচু করে বলবেন- থামো, খুনী নব্য নাৎসীরা।
থামাও তোমাদের এই নির্মম অত্যাচার !

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত