ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১৬০২

আইফোন চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৪   আপডেট: ২৩ জুলাই ২০১৪

‘আইফোন’ টেক জায়ান্ট অ্যাপলের সর্বাধুনিক স্মার্টফোন ব্র্রান্ড হলো । আর এ ফোনটির কিছু ফিচারের কারণে তাকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে দেশটির সরকারি মিডিয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
আইফোনে রয়েছে ব্যবহারকারীর স্থান সূক্ষ্মভাবে নির্ধারণ করার এবং টাইম-স্ট্যাম্প ফিচার। চীনা সরকারি মিডিয়া সিসিটিভি স্মার্টফোনটির দ্রুত অবস্থান শনাক্ত করার ব্যবস্থার সমালোচনা করেছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি শত্রুপক্ষের কাছে চলে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছে তারা।
এ প্রসঙ্গে মিডিয়াটিতে এক গবেষক বলেন, ‘এটি খুবই সংবেদনশীল তথ্য।’
আর এ তথ্য যদি অন্য কেউ হাতে পায় তাহলে সম্পূর্ণ দেশের অর্থনৈতিক অবস্থা প্রকাশিত হয়ে পড়বে। এমনকি রাষ্ট্রীয় গোপনীয়তা থাকলেও তা কাজে আসবে না।
এ প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে চীনা সরকারি মিডিয়া কর্তৃক প্রায়ই সমালোচনার সম্মুখীন হয় অ্যাপল। তারা অভিযোগ করে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে অ্যাপল তথ্য সরবরাহ করে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিসও ভালো নয় বলে অভিযোগ তাদের।
চীনে গুগলের বিভিন্ন সেবা সরকারের নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া প্রকিউরমেন্ট অফিসের সরকারি কর্মকর্তাদের কম্পিউটারে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া সিসকো ও আইবিএম-এর মতো প্রতিষ্ঠানও চীনে নানা বাধার সম্মুখীন হয়েছে।
সাবেক মার্কিন গোয়েন্দা কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতেও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে এ ধরনের গোয়েন্দাগিরির তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত