পরমাণু হামলায় সক্ষম আরেকটিডুবো ‘ড্রোনের’পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

পরমাণু হামলায় সক্ষম আরেকটি ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

পরমাণু হামলায় সক্ষম আরেকটি ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া


দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা  চালিয়েছে। খবর এএফপি’র।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।’

তারা আরো জানায়, ‘ডুবো পরমাণু হামলা ড্রোন ‘হাইল-২’ পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে পারে।







মুক্তআলো২৪.কম