বেড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

বেড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বেড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


মুরাদ হোসেন, বেড়া প্রতিনিধি: বেড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে, সকাল ৬ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের নানা কর্মসূচী শুরু হয়। সকাল ৭ টায় বেড়া নৌকা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল অর্পণ করেন বেড়া পৌরসভার মাননীয় মেয়র এডভোকেট এস,এম আসিফ শামস্ রঞ্জন, পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল অর্পণ করেন, উপজেলা কৃষক লীগ,পৌর ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,যুব লীগ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পরে সকাল ৯ টায় বেড়া পৌরভার তরফ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন বেড়া পৌর মেয়র ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে মাননীয় ডেপুটি স্পিকারের বাস ভবনে দোয়া মাহফিল ও শিশু কিশোর দের নিয়ে সারা দিন ব্যাপী নানা রকম খেলা ধুলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি,বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, মাননীয় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, মুসলিমা শামস্ বনি, সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এডভোকেট এসএম আসিফ শামস্ রঞ্জন।

মুসলিমা শামস্ বনির, সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া নাগরিক কমিটির সভাপতি আলমামুদ সরকার, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক, প্রভাষক আবু সাঈদ, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান, পাবনা জেলা পরিষদের সম্মানিত সদস্য মাসুদ রানা ময়ছার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক এসএম রাকিবুল ইসলাম মারুফ প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম