সমস্যা ক্ষতি বয়ে আনে যৌনজীবনে `সে কি আমাকে ভালোবাসে`

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:১২ পিএম, ১৯ জুন ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৫ এএম, ৪ জুলাই ২০১৪ শুক্রবার

দুশ্চিন্তা শেষ পর্যন্ত যৌন জীবনে ক্ষতি বয়ে আনে,প্রেম বা দাম্পত্য জীবনে আপনি সঙ্গী বা সঙ্গিনীকে সত্যিই ভালোবাসেন কি না অথবা আপনার প্রতি তার ভালোবাসা নিরেট কি না ইত্যাদি । এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ ধরনের সমস্যা প্রতিদিন পীড়া দিলে এক সময় রিলেশনশিপ অবসেসিভ-কমপালসিভ ডিসওর্ডার (আরওসিডি) দেখা দেয়। জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আরওসিডি সমস্যার সঙ্গে কম তৃপ্তিদায়ক যৌন জীবনের সরাসরি সম্পর্ক রয়েছে। এ গবেষণার পর আশঙ্কা করা হচ্ছে, বর্তমানে এসব সমস্যায় জর্জরিতদের কাউন্সিলররা যেভাবে চিকিৎসা বা থেরাপি দেন, তাতে হিতে বিপরীত হতে পারে। ইসরায়েলের ইন্টারডিসপ্লিনারি সেন্টার (আইডিসি) এর স্কুল অব সাইকোলজির গবেষক গাই ডোরোন বলেন, আরওসিডির লক্ষণ প্রায় সময়ই পরিবার ও দাম্পত্য জীবনের মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে দেখাশোনা করা হয়।

নারী-পুরুষের মধ্যে প্রেম নিবেদনের সময় বিভিন্ন আবেগপূর্ণ আচরণ এবং কথা-বার্তাকে যখন কারো মনে সত্য-মিথ্যার সন্দেহ সৃষ্টি করে, তখন এ সম্পর্কের পরিণতি ঘটে বিচ্ছেদের মধ্য দিয়ে। বারবার সত্য-মিথ্যার এই দোলাচলই আরওসিডি এর লক্ষণ। আরওসিডি-কে বিবেচনায় না এনে সেক্স ও সম্পর্কের বিষয়ে চিকিৎসা করতে গিয়ে আরো ক্ষতি ঘটিয়ে দেন চিকিৎসকরা।

নিউ ইয়র্ক ও নিউ জার্সির প্যানিক সেন্টারের মনোবিজ্ঞানী স্টিভেন ব্রোডস্কি বলেন, এসব টানাপড়েনের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিতে হবে আরওসিডি এর ওপর। এদের অবসেসিভ-কমপালসিভ ডিসওর্ডার (ওসিডি) চিকিৎসা নিতে হবে। নয়তো আসল সমস্যা আরো গভীর হবে। সূত্র : ইনডিপেন্ডেন্ট