ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সম্প্রীতি বাংলাদেশ’র উদ্বেগ
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ১২:০৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক রাতে তিনটি ইউনিয়নের কয়েকটি মন্দিরে লাগাতার প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক রাতে তিনটি ইউনিয়নের কয়েকটি মন্দিরে লাগাতার প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ। এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় কেউ কোনোদিন এখানে হিন্দু-মুসলমানের মধ্যে বড় ধরনের কোনো ধর্মীয় বিভেদ দেখেননি।
বরং একে অপরের উৎসবে অংশ নিয়ে থাকেন; আনন্দ করেন। সেখানে এ ধরণের ঘটনা নিঃসন্দেহে অসাম্প্রদায়িক চেতনার সব শ্রেণি ও পেশার মানুষকে মর্মাহত করেছে। সম্প্রীতি বাংলাদেশ মনে করে বিশেষ কোনো গোষ্ঠী বা কোনো সংঘবদ্ধ চক্র ‘দীর্ঘ পরিকল্পনা’ নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবেই’ এ ঘটনা ঘটিয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সম্প্রীতি বাংলাদেশ মনে করে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে অসাম্প্রদায়িক আদর্শের চেতনা ধরে রাখতে দেশের সব মহলকে সচেতন থাকতে হবে।
এ ধরণের ঘটনা অসাম্প্রদায়িক বাংলাদেশের সাংবিধানিক আদর্শের পরিপন্থী। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।
মুক্তআলো২৪.কম