শেখ রাসেল দিবসের অঙ্গীকার:মুসাররাত মাহতাব সুকন্যা

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মুসাররাত মাহতাব সুকন্যা

মুসাররাত মাহতাব সুকন্যা

মুসাররাত মাহতাব সুকন্যা:
দশ বছরের একটি ছোট বাচ্চা তার মায়ের জন্য কাঁদছে। তাকে মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাবা ও মায়ের মৃতদেহ পেরিয়ে নিয়ে হত্যা করা হয়। সেই সময়টুকু এই শিশুটির যে কী ভয় করেছিলো, সে কেমন বোধ করেছিলো- এটা ভেবে যেকোনো মানুষেরই হৃদয় কেঁপে উঠবে। অথচ দশ বছরের শেখ রাসেলকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিলো। হত্যাকারীর মনে এতোটুকুও দয়া হয়নি। পৃথিবীতে রাজনৈতিক নেতাদের হত্যা করার অনেক নজির আছে, কিন্তু দশ বছরের শিশুসহ পরিবারের সবাইকে হত্যা করার এমন নজির দু’টি পাওয়া যায় না।

কিন্তু বাংলাদেশে এমনই এক হতভাগা যে, এদেশের কিছু মানুষরূপী পশু জাতির পিতাকে তার ছোট রাসেলসহ হত্যা করেছে। ইতিহাসের এই অংশ যখন আমরা পড়ি তখন সত্যিই লজ্জিত হই। 

আজ সেই ছোট শিশু শেখ রাসেলের জন্মদিন। প্রথমে তার প্রতি এবং সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ বেঁচে থাকলে শেখ রাসেলের বয়স হতো ৬১। কিন্তু তিনি প্রজন্মের পর প্রজন্মের কাছে শিশুই রয়ে যাবেন। দুঃখ লাগে চিন্তা করলে যে, কী সম্ভবনাময় জীবনটাকে শুরু হওয়ার আগেই শেষ করে দিলো নিষ্ঠুর খুনিরা। 

আমার কাছে শেখ রাসেল অন্যায়ের শিকার হওয়া সকল শিশুর প্রতিভূ। পৃথিবীতে আজও অনেক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। অনেক শিশু অন্যায়ের স্বীকার হয়। আর তাদের জীবনের সকল সম্ভাবনা অকালে শেষ হয়ে যায়। আমার মতে, শেখ রাসেলের জন্মদিনে তাকে স্মরণ করার পাশাপাশি আমরা যদি প্রতিজ্ঞা করি যে এই পৃথিবীকে আমরা সকল শিশুদের জন্য বাসযোগ্য ও নিরাপদ করে তুলবো, তাহলেই তার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে। 

চলুন আমরা সকলে আজ সেই শপথ গ্রহণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 

লেখক : শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ^বিদ্যালয় ও সহ-সভাপতি, ইয়াং ইকোনোমিস্ট ফোরাম




মুক্তআলো২৪.কম