মৌসুমী সেন এর কবিতা-

`মানদণ্ড`

মৌসুমী সেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১২:১৫ এএম, ১২ জুন ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৬ এএম, ৩ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

আমার কবিতা লেখার কলমের
কোনো রঙ নেই
রঙহীন বর্ণগুলো যেন
জন্মান্তর রহস্যে ভুগছে !
কখনো ভাবিনি কলমের রঙ কেমন হলে—
উচ্ছ্বসিত শব্দেরা
কাব্য সম্ভারে সুরভি ছড়াবে।

 
ভেবেছি এই নিয়ে—
কলমের রঙ যেমনই হোক
সরল সত্য প্রতিষ্ঠা লিখতে
কলমের কালি যেন
কখনোই থেমে না যায় ।

 
ক্রীতদাস হতে শিখিনি
আত্মবিশ্বাসের কাছে,
তাই হেরে গিয়েও বিজয়ের উল্লাসে
পরাজয় উদযাপন করি চিত্তরঞ্জনে।

 
অরণ্য এসে ঝড়ের তাণ্ডবে
পথভ্রষ্ট করেছে আমায় !
কখনো উড়িয়ে নিয়েছে গন্তব্য থেকে,
শেকড় উপড়ে পড়ে সামান্য কাদা জলে—
নিজেকে প্রতিষ্ঠা করেছি নিজ রূপায়ণে;
রোদনে ভাসাইনি শ্যাওলার মত!

 
তাকে বহুবার বলেছি হে অরণ্য—
তোমার তাণ্ডব কে ভয় পাইনা,
তোমার উল্লাসের স্রোতেও গা ভাসাইনা।
নীলের বিষের পেয়ালা তুলে
পান করেছি !
দেখো নীল বিষের মাঝেই
পেয়েছি নীল জোছনা,
বিষটুকু পান করে হয়েছি নীলাম্বরী
জোছনা স্নানে হয়েছি সুধাময়ী।

 
আজ বুঝতে শিখছি জোছনা রূপের
সে নীল আভাটুকুও বিষে সিক্ত
যা পান করে দহনে ছটফটাতে হয় !
রুদ্র প্রখরতার অবয়ব আজ
আমার কাছে অস্পষ্ট,
মেঘে ঢাকা বিষন্নতার আঁধারে—
হারিয়ে ফেলেছি তার উত্তাপ।

 
তবু সান্তনার শ্লোগানে গাই গান
অরণ্যরোদনে নীলাম্বরীর সাজে
রুদ্র প্রখরতায়ও—
আমি আমার মতই মৌসুম ছড়াই।

 
হারানোর কিছু নেই
যা পাওয়ার প্রত্যাশা ছিল !
পেতে চাই না স্বভাবজাত পরিবর্তনশীলে,
তাই ফিরে আসি বার বার
আনন্দ বেদনার সমান্তরালে ।।
====================