আহম্মেদ রফিক এর কবিতা-

`রাতের আঁধার`

আহম্মেদ রফিক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১০ জুন ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১১:৫৯ পিএম, ২৫ জুন ২০১৪ বুধবার

রাতের আঁধারে জ্বলজ্বলে তাঁরা অথচ চাঁদমুখটা ঢেকেছে মেঘে
বিবর্ণ সভায় আওয়াজ নেই কবিতার, নেই পাঠ কিম্বা সুখস্মৃতি
শ্রোতাও যেন কালবৈশাখীর ছোবলে ভুগছে চরম হীনমন্যতায় .....
হায় জীবন, যেখানে প্রতিনিয়ত কবিতার অঙ্কুরিত বীজ শুঁকায়

 
অভয় চাইলেও বজ্রপাতের আলো ঠিকরে পড়ে সাথে বিকট শব্দ
দমে যায় ভীরু মন, ভালোবাসার হরিষে দেওয়া ছিল যে অধিকার
বড় অদ্ভুত জ্বলতে থাকে ঈর্ষায়, শুরু হয় নতুন শব্দের ব্যবহার
বাকি থাকে আরও গর্জে উঠে সময়, চেয়ে রয় অপারগ নীরবতায়

 
রাতের আঁধার ঝলসে উঠে দহনের আগুনে, স্পষ্ট হয় আত্ম-চিৎকার
কত কথা ছিল বুকের ভিতর স্তব্ধ হয়ে রয় পরাজয় শঙ্কায়
রাতটা সেজেছিল আকাশময় তাঁরার খবর ছিল বাসর শয্যায়
নিভে গেল হটাত বাজলো খবর - কারো দখল ছিল এই মনের পর
==============================================