পাবনা বেড়ায় শিশু খাদ্যের নামে বিষ বাজারজাত করণ

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:২৫ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

এলাকার বাসির মৌখিক অভিযোগের ভিত্তিতে সেই কারখানায় গেলে তাদের পন্যের প্রস্তুতু ও বাজার করণের বৈধ কাগজ পত্র আছে কি জানতে চাই? এতে মালিক পক্ষ রেগে যান ও কাগজ পত্র দেখাতে চান`না।

এলাকার বাসির মৌখিক অভিযোগের ভিত্তিতে সেই কারখানায় গেলে তাদের পন্যের প্রস্তুতু ও বাজার করণের বৈধ কাগজ পত্র আছে কি জানতে চাই? এতে মালিক পক্ষ রেগে যান ও কাগজ পত্র দেখাতে চান`না।


বেড়া বনগ্রাম উত্তর অমলিন ফুড প্রডাক্টস নামে শিশু খাদ্য জুস, আইস ললিপপ,রবো আমদানি প্রস্তুতকরন সহ বাজার জাত করন করে আসছিল ।

এলাকার বাসির মৌখিক অভিযোগের ভিত্তিতে সেই কারখানায় গেলে তাদের পন্যের প্রস্তুতু ও বাজার করণের বৈধ কাগজ পত্র আছে কি জানতে চাই? এতে মালিক পক্ষ রেগে যান ও কাগজ পত্র দেখাতে চান'না।

এই নিয়ে সাংবাদিকদে সাথে খারাপ আচারণ করেন । দীপক কুমার হলদারের ভাই দীজেন হলদার ও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ বিষয়ে প্রশাসের দৃষ্টি আকষর্ন করছি। শিশু খাদ্যের নামে বিষ বাজার করেছি খতিয়ে দেখুন।বেড়া নিউজ এজেন্সি









মুক্তআলো২৪.কম