কাল থেকে রুবলে নিতে হবে গ্যাস, পুতিনের স্বাক্ষর

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন


আগামী এক এপ্রিল থেকে রাশিয়ার গ্যাস বিল রুবলে পরিশোধ করতে হবে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এ নিয়ে পুতিন বলেছেন, 'এপ্রিলের এক তারিখ থেকে বিদেশি ক্রেতাদের অবশ্যই রুবলে গ্যাস বিল পরিশোধ করতে হবে। রুবলে এসব বিল পরিশোধ করা না হলে চুক্তি সাময়িকভাবে বাতিল করা হবে।'

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা আগে থেকে প্রস্তুত ছিল এবং রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ অনেক বছর আগে থেকে শুরু হয়েছে। নতুন নিষেধাজ্ঞার জন্য পশ্চিমারা কঠোর চেষ্টা করবে। 

পুতিন বলেন, পশ্চিমাদের লক্ষ্য রাশিয়ার উন্নয়নকে দূর্বল করে দেওয়া। 

এ সময় পুতিন অভিযোগ করেছেন, বৈশ্বিক অস্থিতিশীলতা থেকে লাভবান হবে যুক্তরাষ্ট্র এবং অন্যদের ব্যয়ে নিজেদের সমস্যার সমাধান করবে।

ইউরোপ রাশিয়া থেকে শত শত কোটি ডলারের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে। তবে রাশিয়ার নতুন এই নিয়মে ইউরোপ বিপাকে পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।





মুক্তআলো২৪.কম