সুমন কুমার সাহু এর কবিতা-

`কবিতা তোমাক`

সুমন কুমার সাহু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:১২ পিএম, ২ জুন ২০১৪ সোমবার | আপডেট: ০৭:৩৭ এএম, ২১ জুন ২০১৪ শনিবার

তোমার কথা ভেবে না হয় বদলে দিলাম নিয়ম
নিয়মই তো বদলে ছিল ছন্দ মোহে জীবন ;
জীবন টা যে কি, কি তার নিয়ম ধারা
শুধু সময়ের হাত ধরে কেবলই হেঁটে চলা !
তাই যদি হত এগোতাম সময়ের সাথে
গুটি গুটি পায়ে এজীবন নদ পারাপারে।
কিন্তু হায়, বুক টা ভারি করে ওযে থমকে দাঁড়ায় দুমড়ায়-মুচড়ায়
আর ভাসিয়ে নিয়ে যায় নোনতা জলে কিংবা খোলা জানলায়।
জানলা দেখায় খোলা আকাশ কখনো অজানা বৃষ্টি
জ্যোৎস্না হারা রাত কিংবা তারার ঝিকিমিকি,
ওরা যে ছন্দিত হয় আমার হৃদয়ের স্পন্দনে
হেসে জ্বলতে চায় বিষাদ ঘন অন্ধকারে ;
আপ্লুত হতে চায় ভালবাসায় , নিয়মে মেশাও এ উষ্ণতা নিশ্বাসে
তুমি আরো গভীরে এসো , ভালবাসা দৃঢ় হোক বিশ্বাসে
তৃপ্তির চরম সোহাগে
এ জীবন কথা কবিতা তোমাকে ।।

==========================