বেড়ায় নৌকার মিছিলে হামলা: আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

বেড়ায় নৌকার মিছিলে হামলা মারপিট অফিস ভাংচুরের ঘটনার প্র্রতিবাদে:  আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বেড়ায় নৌকার মিছিলে হামলা মারপিট অফিস ভাংচুরের ঘটনার প্র্রতিবাদে: আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


বেড়া (পাবনা) প্রতিনিধি:  
পাবনার বেড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বাতেন বাহিনীর হাতে নৌকা মার্কার  মিছিলে হামলা, মারপিট ও অফিস ভাংচুরের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ এক বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৮নভেম্বর) বিকাল চারটায়,বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল বৃশালিখা নৌকা চত্বরে জোরো হয়। বিকাল সাড়ে চার সময় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিলটি বেড়া বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যলয়ে এসে শেষ করেন। এক পথসভায় বক্তব্য রাখেন, বেড়া পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী আসিফ শামস রঞ্জন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির কার্যকরী সদস্য আব্দুল গালিব, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হান্নান, সাবেক ছাত্র লীগের বেড়া উপজেলা সভাপতি মোঃ রমজান আলী ,কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আবু হানিফ কালু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল বাতেন, যুবলীগ নেতা ময়ছার আলীসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য  বুধবার (১৭ নভেম্বর) সন্ধা সাতটার সময় বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারনার  কালে নৌকা মার্কার সমর্থকদের একটি মিছিলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থক দল অর্তকিত হামলা চালিয়ে মারপিট ও নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করে। এব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে।




মুক্তআলো২৪.কম