কর্তৃপক্ষের উদাসিনতায় কাউনিয়ায় স্কাউটস আন্দোলনের বেহাল দশা

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২২ আগস্ট ২০২১ রোববার


সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বিশ্বাসী,বন্ধু,বিনয়ী,সদয়,প্রফুল্ল,মিতব্যয়ী,নির্মল রয়, এটি স্কাউটস এর মুল মন্ত্র বা আইন হলেও এই মন্ত্রের একটিও কাউনিয়ায় স্কাউটস এ পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে রংপুরের কাউনিয়ায় স্কাউটস আন্দোলনের বেহাল দশা। নাম মাত্র উপজেলায় একটি কমিটি আছে, যাদের তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয় না।  করোনা অতিমারীতে জনগনকে সচেতন করা সহ কোন কার্যক্রমেই তাদের দেখা যায় নি। কাউনিয়া থানার সামনে স্কাউটস ভবনটি দেখলেই বোঝা যায় এ উপজেলায় স্কাউটস আন্দোলনের কি অবস্থা।

সরেজমিনে কাউনিয়া থানার সামনে স্কাউটস ভবনে গিয়ে দেখা গেছে ভবনের সামনে গরু ছাগল বান্ধা, খড়ি কাটা ও শুকানোর কাজ চলছে, সাইনবোর্ডটি পড়ে যাওয়ার উপক্রম। নেংরা আবর্জনায় ভর্তি। কখনও অফিসটি খোলে কিনা তাও কেউ জানে না। স্কাউটিং এমন একটি আন্তর্জাতিক, শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলা হয়। স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল। স্কাউট আন্দোলন তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত (প্রতিজ্ঞা ও আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে) স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক), নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক), অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)। কাউনিয়ার স্কাউটসে এ বিষয়গুলোও পরিলক্ষিত হচ্ছে না। এছারাও স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি ও পদ্ধতি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূল নীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। এই ব্রতকে কাজে লাগাতে দেখা যায়না,ফলে খিশোর যুবকরা বিপদগামী হচ্ছে। কাউনিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কাউটস এর তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয় না। এই উপজেলায় ব্যাটেন পাওয়েলের বাণী নিরবে কাঁদে। একটি সূত্রে জানাগেছে উপজেলা স্কাউটস কমিটির সদস্যদের মধ্যে অন্তদ্বন্দ এবং আর্থিক কারনে স্কাউটস আন্দোলন কার্যকর হচ্ছে না। এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন প্রকার চাপ না থাকায় কাউনিয়া উপজেলায় স্কাউটস আন্দোলন ঝিমিয়ে পড়েছে। কাউনিয়া উপজেলা স্কাউটস কমিটির সদস্য ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার জানান, প্রতিটি বিদ্যালয়ে কাব স্কাউস কর্মক্রম পরিচালনার চেষ্টা করছি, করোনার কারনে প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় একটু ঝিমিয়ে পড়েছে। কমিশনার ও মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, উপজেলা পূর্নাঙ্গ কমিটি এখনও হয়নি,হলে আশা করছি নতুন ভাবে কার্য়ক্রম চালু করা যাবে। সম্পাদক ও প্রধান শিক্ষক ফাকের সরকার জানান, প্রতিষ্ঠান গুলো খোলার পর এই কার্যক্রম জোরদার কারার চেষ্টা করবো। উপজেলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন জানান কমিটির সদস্যদের বলেছি তারা যেন স্তাউটস আন্দোলন কার্যক্রম জোরদার করে এবং সমাজে ভুমিকা রাখতে পারে। কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা, স্কাউট মটোঃ সদা প্রস্তুত, রোভার স্কাউট মটোঃ সেবা, কাউনিয়ার স্কাউটস প্রেমি সাধারন মানুষ ও ছাত্র-ছাত্রী স্কাউটস আন্দোলনের কার্যকরী ভুমিকা দেখতে চায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনা করা প্রয়োজন বলে বিজ্ঞমহল মনে করেন।

 

 

মুক্তআলো২৪.কম