কাউনিয়া মেডিকেলে বর্জ্য ব্যবস্থাপনার বেহালদশা, দেখার কেউ নেই

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১১ জুলাই ২০২১ রোববার

কাউনিয়া মেডিকেলে বর্জ্য ব্যবস্থাপনার বেহালদশা, দেখার কেউ নেই

কাউনিয়া মেডিকেলে বর্জ্য ব্যবস্থাপনার বেহালদশা, দেখার কেউ নেই


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য ব্যবস্থাপনার বেহালদশা। নিয়ম নীতির তোয়াক্কা নেই। ছড়াতে পারে করোনা। কর্তৃপক্ষের নজর নেই সেই দিকে।

সরেজমিনে রবিবার উপজেলা পরিষদের পুকুর পাড়ে গিয়ে দেখা গেছে কাউনিয়া মেডিকেলে করোনা রোগী পরীক্ষার জন্য ব্যবহারিত এন্টিজেন্ট টেষ্ট এর টেষ্ট কিট, স্টিক, গ্লোবস, চিপ, প্যাকেট গুলো ব্যবহারের পর যত্রতত্র ফেলে রাখা হয়েছে। মেডিকেল ক্যাম্পাসের গ্যারেজে স্থাপিত করোনা রোগী পরীক্ষা সেন্টারে করোনা রোগী পরীক্ষার পর ব্যবহারিত সরঞ্জামাদি নির্দিষ্ট স্থানে না ফেলে মেডিকেলের প্রাচীরের পাশে উপজেলা পরিষদের পুকুর পাড়ে ফেলা হচ্ছে। এই পুকুরে এলাকায় ছোট ছোট শিশু ও যুবকরা গোসল করতে আসে। অনেকে ধারনা করছে করোনা রোগী পরীক্ষার পর সরঞ্জামাদি যত্রতত্র ফেলে দেয়ায় সেখান থেকে করোনা ছড়াতে পারে। এলাকার অনেকে মন্তব্য করে বলেছেন কাউনিয়া মেডিকেল শুরু থেকে এ বিষয়ে উদাসীন। যারা আমাদের সতর্ক করবেন তারাই যদি নিয়ম না মানেন তবে রোগ জীবানু ছড়ানোটাই স্বাভাবিক। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, করোনা রোগী পরীক্ষার পর সরঞ্জামাদি পরিষদের পুকুর পাড়ে ফেলা হয়েছে বিষয়টি জেনেছি, ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কে বলেছি। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই, তবে এমন ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহন করা হবে।



মুক্তআলো২৪.কম