তিন ম্যাচে নিষদ্ধ সাকিব, অর্থদন্ড পাঁচ লাখ

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০২:১৬ এএম, ১৩ জুন ২০২১ রোববার

তিন ম্যাচে নিষদ্ধ সাকিব, অর্থদন্ড পাঁচ লাখ

তিন ম্যাচে নিষদ্ধ সাকিব, অর্থদন্ড পাঁচ লাখ


ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে ক্রিকেটের আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে তিন ম্যাচে নিষদ্ধ হয়েছেন সাকিব আল হাসান সেই সঙ্গে  জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা।

এদিকে ঘটনার ২৪ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সিসিডিএম আচরণবিধি ভাঙার অপরাধে তাকে এই মোহামেডান অধিনায়ককে এই শাস্তি দেন।    

ঘটনা ঘটে গতকাল শুক্রবার, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিপিএলে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। এর মধ্যে এক ম্যাচেই দুইবার ক্রিকেট উপরে ফেলেন দেশের ক্রিকেট পোস্টার সাকিব আল হাসান।

এছাড়া নিজেদের ড্রেসিংরুমে যাওয়ার পথে প্রতিপক্ষ আবাহনীর ক্রিকেটারদের সাথেও অশোভন আচরণ করেন সাকিব। এসময় দলটির কোচ খালেদ মাহমুদ সাকিবের দিকে তেড়ে আসেন বিপরীতে সাকিবকেও তেড়ে যেতে দেখা যায়।

এদিকে এমন ঘটনায় বিশ্ব মিডিয়াতেও খবর হয়েছেন সাকিব আল হাসান




 

মুক্তআলো২৪.কম