ঋতুস্রাবের আগে-পরে টিকা নেওয়া যাবে কি না

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৩:৫৩ এএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার

ঋতুস্রাবের আগে-পরে টিকা নেওয়া যাবে কি না

ঋতুস্রাবের আগে-পরে টিকা নেওয়া যাবে কি না


ভারতের সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি বিষয়ে আলোচনা হচ্ছে। সেটি হলো ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পরে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে না। এমন দাবি ভিত্তিহীন বলে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টিকা সংক্রান্ত এই আলোচনাটি গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে ঘুরছে। যেখানে বলা হচ্ছে, ঋতুস্রাব চলাকালীন টিকা নেয়া যাবে না। ফলে বিভ্রান্তিতে পরে অনেক নারী দেশটিতে টিকা নেওয়ার সিদ্ধান্ত পালটেছেন।

বিষয়টি নিয়ে সরব দেশটির কেন্দ্রীয় সরকার। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, গুজব ছড়িয়ে তথাকথিত বিশেষজ্ঞদের মুখে কথা বসিয়ে বলা হচ্ছে, ঋতুচক্র অনুযায়ী, ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে টিকা নেয়া উচিত নয়। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, ঋতুচক্রের পাঁচ দিন আগে ও পরে নারীদের টিকা নেয়া উচিত নয় বলে সামাজিক মাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই ভুয়া। গুজবে কান দেবেন না।


মুক্তআলো২৪.কম