সরোয়ার জাহান এর কবিতা-

‘চিরজ্বালা’

সরোয়ার জাহান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৪ মে ২০১৪ শনিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১০ জুন ২০১৪ মঙ্গলবার

হঠাৎ-হঠাৎ
আমার দুঃখ-দুঃখ
ঘরে ঢুকে পরে একা
নও তুমিও সঙ্গিনী তার
আসা হয় না তার কখনো
জানি তবু ডাকি….!
বড়ো জ্বালা জন্মের
প্রখর জ্বালা……!
ও ভাসমান নদী
ভাসাও তোমার নৌকা
যৌবন যায় চলে যাবো আমিও যে!

আঁধার
সমুদ্রে নৌকা
যেমন বেঁচে
ফিরে ঘরে,
তেমনি তাকেও
চেয়েছিলাম বাঁচাতে,
এ-পোড়া হৃদয়
রূপের
খনিতো নয়……. !
তবু শুনেছি তার কড়ানাড়া
হায় পেয়েছি যেন তার পায়ের সাড়া !

ও ঝর্না
ওগো ঝর্না
তাহাকে ভালোবাসবে কি ?
মাঝ রাতে নিঃসঙ্গতা রাঙিয়ে?
একটি লন্ঠন, একজোড়া লালচোখে?
দোলে শ্যামল অন্ধকার চিরজ্বালা আকাশে
তবু দেখো, দেখে নেব ঠিক তোমার প্রাক্তন প্রেমিকদের বিধ্বস্ত কবর!
==================================================
২৪-০৫-১৪
ঢাকা-১২০৭