আগামী বাজেট দরিদ্র মানুষের জন্য : অর্থমন্ত্রী

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী (২০২১-২২) অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জন্য জীবন জীবিকার উপর গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে আগামী বাজেট দেশের দরিদ্র মানুষের জন্য নিবেদিত থাকবে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গরিব থেকে বের করে নিয়ে আসা। গরিবদের আমরা মূলস্রোতধারায় নিয়ে আসব। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী বাজেট নিবেদিত থাকবে এ দেশের দরিদ্র মানুষের জন্য। এরাই অগ্রাধিকার পাবে। সুতরাং আমরা মানুষের জীবন জীবিকার জন্যই বাজেটে জায়গা করে দেবো।



 

মুক্তআলো২৪.কম