স্বপ্নীল এবং নুজহাত চৌধুরী দম্পতির ২৫ তম বিবাহ বার্ষিকী

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:১২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

মামুন আল মাহতাব স্বপ্নীল এবং নুজহাত চৌধুরী দম্পতির ২৫ তম বিবাহ বার্ষিকী আজ।

মামুন আল মাহতাব স্বপ্নীল এবং নুজহাত চৌধুরী দম্পতির ২৫ তম বিবাহ বার্ষিকী আজ।


মামুন আল মাহতাব স্বপ্নীল এবং নুজহাত চৌধুরী দম্পতির ২৫ তম বিবাহ বার্ষিকী আজ। অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, সদা মিষ্টি ভাষী মানবতার জ্বলন্ত উদাহরণ, যে দম্পতি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানবতার সেবা করেন। অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী মানব সেবার ব্রত নিয়ে, তারা দিনরাত তাদের পেশাগত জীবনে যেমন অত্যন্ত সফল এবং সর্বজন সমাদৃত এবং মানুষের ভালবাসায় যারা সিক্ত হন। যাদেরকে দেখলেই শ্রদ্ধায় অবনত হয় মনন এবং সত্তা সেই মানুষ দুজনের বিবাহ বার্ষিকীতে রইল মুক্তআলো২৪.কম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ,অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা , এই প্রত্যাশা চিরদিন বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তিনি চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এবং শহীদ বুদ্ধিজীবি কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অপথ্যালমোলজি সোসাইটির বিনোদন সম্পাদক এবং একাডেমি অব অপথ্যালমোলজির কোষাধ্যক্ষ।

উল্লেখ্য করোনাকালীন সময়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও বিশেষ সেবার জন্য ‘পাওয়ার কাপল‘ অ্যাওয়ার্ড পান এই অতি গুনি চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পা।


মুক্তআলো২৪.কম