৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের কবিতার অ্যালবাম প্রকাশ

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মহান বিজয় দিবসে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন একটি কবিতার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে

মহান বিজয় দিবসে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন একটি কবিতার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে


মহান বিজয় দিবসে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন একটি কবিতার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। অ্যালবামের নাম “একত্রিংশৎ কাব্যমালঞ্চম”।অ্যালবামে মোট ২২টি কবিতা থাকছে এবং ১৪ জন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন।কবিতাগুলোতে উঠে এসেছে বঙ্গবন্ধু,মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের কথা;বাদ যায়নি প্রেম-বিরহ, প্রকৃতি ও পরাবস্তবতার কথাও।রিফাত নোবেল এর ব্যাকগ্রাউন্ড স্কোর,বাঁশি,বেহালা, গীটার,তবলা এবং আবৃত্তিশিল্পীর সুরের দ্যোতনায় কবিতাগুলো অসাধারণমাত্রা পেয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো বিসিএসক্যাডার কর্মকর্তাদের দ্বারা এতো বড় কবিতার অ্যালবাম বেরহচ্ছে।৩১তম বিসিএসক্যাডার অ্যাসোসিয়েশন এর সভাপতি অ্যালবামটি সম্পাদনা ও সার্বিকতত্তাবধানের পাশাপাশি ৪টি আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন।কবিতা আবৃত্তিতে আরও অংশ গ্রহন করেছেন;

১.      মুজিবুর দাঁড়িয়ে,নির্মলেন্দু গুণ,আব্দুল্লাহআলহাদী,পরিবারপরিকল্পনা ক্যাডার।

২.      তোমার পায়ের শব্দ,মহাদেব সাহা,ইফতেখায়রুল ইসলাম,পুলিশ ক্যাডার।

৩      বাতাসে লাশের গন্ধ,রুদ্র মুহাম্মদ শীদুল্লাহ,তরিকুলইসলাম,পোস্টাল ক্যাডার।

৪.      বর্বরতার রেকর্ড-৩ ফেব্রুয়ারি,১৯৭২ দৈনিকআজাদ,প্রিয়াঙ্কা দাস,কাস্টমস ক্যাডার।

৫.      বন্দী শিবির থেকে,শামসুর রহমান,হাসান আব্দুল্লাহ তৌহিদ,পররাষ্ট্র ক্যাডার।

৬.      কাঁদতে আসিনি ,মাহবুবউল আলম চৌধুরী,সুব্রতবিশ্বাস<  পিডাব্লিউডি ক্যাডার।

৭.      এ যাত্রায় বেঁচে গেলে,সহস্র সুমন,এম এ বাসার, শিক্ষা ক্যাডার।

৮.      সেই গল্পটা,পূর্ণেন্দু পত্রী,ইফতেখার হোসেন,তথ্য ক্যাডার।

৯.      কি জবাব দেব,  মিনার মনসুর,আব্দল্লাহ আল হাদী,পরিবার পরিকল্পনা ক্যাডার।

১০.     ১৪ ডিসেম্বরের দিনলিপি ,শায়লা ইকো,কবির জুয়েল,কৃষি ক্যাডার।

১১.     শাড়ি সুবোধ সরকার,শামসুজ্জামান বাবু,পুলিশ ক্যাডার।

১২     তখন সত্যি মানুষ ছিলা,আসাদ চৌধুরী,প্রিয়াঙ্কা দাস,কাস্টমস ক্যাডার।

১৩.    সেই দিনটি কেমন ছিল,মহাদেব সাহা,ইফতেখায়রুল ইসলাম,পুলিশ ক্যাডার।

১৪.     মেঘ বালিকার জন্য রূপকথ,জয় গোস্বামী ,তনুশ্রী সান্যাল,তথ্য ক্যাডার।

১৫.     যদি আর বাঁশি,কাজী নজরুল ইসলাম,শামসুজ্জামান বাবু,পুলিশ ক্যাডার।

১৬.    শয়তান ,রহমান শুভ্র,আব্দুল্লাহ আর হাদী,পরিবার পরিকল্পনা ক্যাডার।

১৭.     আমার বন্ধু নিরঞ্জন,ভাস্কর চৌধুরী ,তোফাজ্জল হোসেন,তথ্য ক্যাডার।

১৮.     আমার পরিচয়,সৈয়দ শামসুল হক,সঞ্জয় হালদার, শিক্ষা ক্যাডার।

১৯.     মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত,কবির জুয়েল,কৃষি ক্যাডার।

২০.    কখন আসছতুমি,পূর্ণেন্দু পত্রী,জাকারিয়া হিমেল,স্বাস্থ্য ক্যাডার।

২১.     সেই গল্পটা,পূর্ণেন্দু পত্রী, ইফতেখার হোসাইন,তথ্য ক্যাডার।

২২.    শেষের কবিতা,রবীন্দ্রনাথ ঠাকুর,আব্দুল্লাহ আল হাদী,পরিবার পরিকল্পনা ক্যাডার।
 

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন মনে করে কবিতা মানুষকে ভাবতে শেখায়,মেধা ও মননে সাড়া ফেলে,জীবনকেসজীব করে,যোগ করে নতুন মাত্রা।কবিতা মানুষের বোধশক্তি জাগ্রতকরে, মনন শীলতাকে উন্নত করে।মানুষ মেধা-মননে,চিন্তা-চেতনায় ও কর্মে আধুনিক ও উন্নত হলে দেশ ও আধুনিক ও উন্নত হবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সহজ হবে।

এই অ্যালবাম থেকে অর্জিত সকল অর্থ ব্যয় করা হবে মুজিববর্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ বাবদ।মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিতমুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গৃহহীন পরিবার একটি করে ঘর পাবে।মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা দিয়ে ৩১তম বিসিএিস ক্যাডার এসোসিয়েশন দেশের আটটি বিভাগে গৃহহীনদের জন্য কিছু নতুন ঘর নির্মাণ করবে।গৃহহীনদের জন্য নতুন ঘর নির্মাণ বাবদ যা খরচ হবে তা ক্যাডার  সদস্যগণ বহন করবে।


মুক্তআলো২৪.কম