দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৮ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৮৪৭ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৮ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৮৪৭ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৮ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৮৪৭ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৯২১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “ গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস ( কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৩৫০ জনে দাঁড়াল।”

এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৮৪৭ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১১৭ টি ল্যাবরোটরিতে মোট ১২ হাজার ৬৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮০ দশমিক ৯৩ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১দশমিক ৪৩ শতাংশ রোগী মারা গেছেন।

মারা যাওয়া ২৮ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১০ জন নারী বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এক জনের বয়স ৩০ বছরের মধ্যে, এক জনের ৪০ বছরের মধ্যে, ৬ জনের ৫০ বছরের মধ্যে ও ১৯ জনের বয়স ৬০ বছরের বেশি এবং একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।
বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী, মারা যাওয়াদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের এবং বাকীরা দেশের অন্যান্য বিভাগের বাসিন্দা।

করোনাভাইরাসে মারা যাওয়া মোট ৬ হাজার ৩৫০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৩৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ১২৩১ জন, রাজশাহী বিভাগের ৩৮৮ জন, খুলনা বিভাগের ৪৮৬ জন, বরিশাল বিভাগের ২১৪ জন, সিলেট বিভাগের ২৬২ জন, রংপুর বিভাগের ২৯০ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৩০ জন রয়েছেন।

দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ২৬ লাখ ৩৫ হাজার ২০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।



মুক্তআলো২৪.কম