কৃষি উৎপাদন ও মজুদ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:১৮ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেশের কৃষি উৎপাদন এবং মজুদ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিশেষ করে বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন আমন মৌসুমের পর্যালোচনা করা হয়।
বৈঠকে করোনা সংকট মোকাবলায় সরকারের ঘোষিত ২১ টি উদ্দীপনা প্যাকেজ বাস্তবায়ন জোরদারের বিষয় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন নির্দেশনা দেন।

কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, কৃষি সচিব মো:মেজবাহুল ইসলাম, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 

মুক্তআলো২৪.কম