গিনেজ বুকে এসএমএস লিখে!

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ মে ২০১৪ সোমবার | আপডেট: ০৬:১৪ এএম, ২৩ মে ২০১৪ শুক্রবার

এবার দ্রুততম সময়ে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে গিনেজ বুকে জায়গা করে নিয়েছেন এক কিশোর মাত্র ১৮.১৯ সেকেন্ডে ২৫ শব্দের অনুচ্ছেদ লিখে নতুন রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান কিশোর মার্সেল ফার্নান্ডেজ।ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বাংলা অনলাইন রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, কত তাড়াতাড়ি আপনি এসমএস করতে পারেন! একবার এসএমএস করে ঘড়ি মিলিয়ে নিন। কারণ দ্রুততম এসএমসএস পাঠিয়ে রাতারাতি জনপ্রিয় বনে গিয়েছেন এক ব্রাজিলিয়াল তরুণ।প্রতিবেদনে বলা হয়েছ, মাত্র ১৮.১৯ সেকেন্ডে টাচস্ক্রিন সেটে ২৫ শব্দের অনুচ্ছেদ লিখে নতুন রেকর্ড গড়েছেন ১৬ বছরের ব্রাজিলিয়ান কিশোর মার্সেল ফার্নান্ডেজ। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির টেক্সটি লিখে এই বিষয়ে সব পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন এ কিশোর।গত জানুয়ারি মাস পর্যন্ত ১৮.৪৪ সেকেন্ডে লেখা টেক্সটিই ছিল বিশ্বের দ্রুততম টেক্সট।এতে বলা হয়েছে, নতুন রেকর্ড গড়তে ফার্নান্ডেজকে যে অনুচ্ছেদটি লেখতে হয়েছিল তা মোটেও সহজ ছিল না। বানান ও দাঁড়ি কমা ঠিক রেখে ১৮.১৯ সেকেন্ডে ফার্নান্ডেজকে লিখতে হয়েছিল, "The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human."।

দ্রুত লেখার ব্যাপারে ফার্নান্ডেজ জানিয়েছেন, ২০০৯ সালের দিকে তার দ্রুত লেখার দক্ষতা বৃদ্ধি পেতে শুরু করে।প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর বয়সী এ কিশোরকে ব্রাজিল থেকে নিউইয়র্কে নিয়ে এসেছিল কিবোর্ড অ্যাপ নির্মাতা ফ্লেসকি। এপ্রিলের ২৫ তারিখে ফ্লেসকি নির্মিত কিবোর্ড অ্যাপেই নতুন এ রেকর্ডটি গড়েন ফার্নান্ডেজ। ২০১২ সাল থেকেই এ অ্যাপটি ব্যবহার করছেন বলে জানিয়েছেন এ কিশোর। আনুষ্ঠানিকভাবে রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস রেকর্ডস।