অনুপম দাস শর্মা`র কবিতা

না-বলা শব্দবলয়.......

অনুপম দাস শর্মা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০১:২৩ এএম, ১৯ মে ২০১৪ সোমবার | আপডেট: ০১:০২ পিএম, ৩ জুন ২০১৪ মঙ্গলবার

অনুপম দাস শর্মা

অনুপম দাস শর্মা

ইচ্ছে করে এলোমেলো হয় যেতে
এই যে এতো অহঙ্কার, এতো আমিত্বের
নিওন আলো রোজ টগবগে কলমের দাঁতে
এ সবই মানসিক দ্বন্দের
ছান্দিক অপসারন।

 

যদি বলো কান দিও না ধেনো হুঙ্কারে
আমার রৌদ্রের শতরঞ্চিতে সময়েই
এসে বসে গোধূলীসন্ধির মমত্ব,
কিছুটা সময় হলেও বহুমাত্রিক শব্দেরা
উড়িয়ে দেয় বিষাদের দূর্বোধ্য আবরণ।

 

অন্তর্লীন ইচ্ছের দূর্মতি নিরাভরন হয়ে ওঠে
টুকরো টুকরো হয়ে সমবন্টিত হয়ে যাই
সমব্যাথীদের মুক্তাকাশে
এবং..........
স্থির থাকি অবিক্রয়যোগ্য হৃদয়পুরে।

=========================

কলকাতা,ইন্ডিয়া