করোনায় মৃত্যু ছাড়াল পাঁচশ, আক্রান্তে নতুন রেকর্ড এক হাজার ৯৭৫ জন

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২১ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০১ জনে।

এছাড়া আরো এক হাজার ৯৭৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর একদিনে এত বেশি রোগী আর কোনোদিন শনাক্ত হয়নি।

ফলে এক দিনে দেশে করোনার সংক্রমণে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এতে করে করোনা আক্রান্ত বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জন হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন এবং রংপুর বিভাগের একজন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মারা গেছেন।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ নিয়ে মোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হলেন।
আর গত একদিনে ৯ হাজার ৪৫১ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়।
 

মুক্তআলো২৪.কম