অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু গবেষণা সংসদের প্লাবন্তী জামান ইতি

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১২:৪৬ এএম, ২৪ মে ২০২০ রোববার

অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু গবেষণা সংসদের প্লাবন্তী জামান ইতি

অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু গবেষণা সংসদের প্লাবন্তী জামান ইতি


আগামীকাল মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। কিন্তু করোনাভাইরাস নামক এক অজানা অচেনা শত্রুর আক্রমণ সারা পৃথিবীর মানুষ ঘর বন্দী জীবন যাপন করছেন।

আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশও সেই করোনা ভাইরাসের বিধ্বংসী থাবা থেকে রক্ষা পায়নি, রক্ষা পাচ্ছে না বাংলার মানুষ।

যে কারণে এবারের ঈদ, আনন্দ সবকিছুই যেন ম্লান হয়ে গেছে করোনা নামক ভাইরাসের আক্রমণে। অসহায় কর্মজীবী মানুষ এখন বেকার করনা থেকে বাঁচতে তারা এখন ঘরে বন্দি।,সেই অসহায় মানুষগুলোর মুখে হাসি নেই নেই ঈদের আনন্দের সামান্যতম লেশ মাত্র। 

এমনই অসহায় হতদরিদ্র মানুষদের পাশে এই বৈষয়িক দুর্যোগে মানবতার বাতিঘর "বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর  কেন্দ্রীয় কমিটির আইটি সম্পাদক, প্লাবন্তী জামান ইতি" তার নিজ এলাকায় ২০০ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন  ঈদের উপহার নিয়ে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য। ঈদের আনন্দকে অসহায় মানুষগুলোর সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

এ প্রসঙ্গে প্লাবন্তী জামান ইতি তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য । করোনা এই যুদ্ধে ঈদের আনন্দ আমি আমার এলাকা বাসী সাথে পালন করতে চাই। তাই আমার এই ছোট পরিসরে উদ্দোগ্য ।করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন,করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।

 

মুক্তআলো২৪.কম