অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে এ্যাড.শামসুল হক টুকু এমপি`র শোক

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে এ এ্যাড.শামসুল হক টুকু এমপি`র শোক

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে এ এ্যাড.শামসুল হক টুকু এমপি`র শোক


শিক্ষাবিদ, লেখক, জাতীয় অধ্যাপক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.শামসুল হক টুকু এমপি।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,তার মৃত্যুতে আমাদের প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে এবং সর্বোপরি জাতীয় জীবনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। 

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি তার পরিবারের শোকসন্তপ্ত সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।

মুক্তআলো২৪.কম