জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশের শোক

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:১০ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশের শোক

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশের শোক


জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। 

সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এক শোকবার্তায় বলেছেন, অধ্যাপক আনিসুজ্জমানের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সদা সোচ্চার অধ্যাপক আনিসুজ্জামান ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সবসময় সামনের সারিতে থেকেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারালো। 

অধ্যাপক আনিসুজ্জামান সম্প্রীতি বাংলাদেশ-এর সূচনালগ্ন থেকে সংগঠনটির পরম সুহৃদ হিসেবে পাশে থেকেছেন। তাঁর ছেলে আনন্দ জামান সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য।  

শোকবার্তায় আরো স্বাক্ষর করেন, শ্যামলী নাসরিন চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মুহম্মদ শফিকুর রহমান এমপি আরমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), এ কে এম আতিকুর রহমান, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ূয়া, মো. নাসিরউদ্দিন আহমেদ, ডা. নূজহাত চৌধুরী, হেলালউদ্দিন, মিহিরকান্তি ঘোষাল, সাইফ আহম্মেদ, বেলাল হোসেন, বিপ্লব পাল, তাপস হালদার, অনয় মূখার্জী প্রমুখ।


মুক্তআলো২৪.কম