এই হাতটির ছবি দেখে আমাকে অবশ করে দিয়েছে : ডা.নুজহাত চৌধুরী

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

 

এই হাতটির ছবি দেখে আমার বুকের ভিতর ভয়ের এক হীম শীতল কাঁপুনি এসে আমাকে অবশ করে দিয়েছে'।'সামাজিক যোগাযোগ মাধ্যমে আবগঘন স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।মুক্তআলো২৪.কম  পাঠকদের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

এই হাতটির ছবি দেখে আমার বুকের ভিতর ভয়ের এক হীম শীতল কাঁপুনি এসে আমাকে অবশ করে দিয়েছে। সারাদিন বাস ভর্তি, জেটি ভর্তি মানুষের ছবি দেখে এই অবিবেচক মানুষগুলোর দায়িত্বজ্ঞানহীনতা ও স্বার্থপরতা দেখে নিস্ফল ক্রোধে মাথা কুটেছি। ঢাকা থেকে নিয়ে গিয়ে ছড়িয়ে দিলো সারা দেশে। কি আত্মঘাতী এই মানুষগুলো!!! হঠাৎ চোখে পড়লো এই হাতটির ছবি। মনে আছে ছোট বেলায় টিভিতে ভয়ের ছবি দেখাতো? একটা ভুতের বা খুনীর হাত বেড়িয়ে এসে হঠাৎ ভয়ে অবশ করে দিতো? এই হাতটাকে আমার সেই রকমই লাগছে। সব জেনে বুঝে কি ঠাণ্ডা মাথায় কোয়ারেনটাইনে থাকা এই লোকটি জনবহুল ট্রেন বা বাস স্টেশনে টিকিট কিনতে এসেছে!!!! আশেপাশে কত মানুষ ছিল - সবার মধ্যে ঠাণ্ডা মাথায় ছড়িয়ে দিয়েছে। হাতে সিল আছে মানেই বিদেশ থেকে এসেছে এবং প্রতিজ্ঞা করেছে বাসায় 'হোম কোয়ারেনটাইন'-এ থাকবে। কিন্তু ঘুরে বেড়াচ্ছে শুধু না, কত জনাকীর্ণ স্থানে এসেছে। একে কি অবিবেচক বলবো? স্বার্থপর বলবো? না কি ঠাণ্ডা মাথার খুনী বলবো? টিকেট কিনতে হাত বাড়িয়ে দেয়া এই হাতটাকে আমার সাক্ষাৎ আজরাইলের হাত মনে হচ্ছে। কত মৃত্যুর উসিলা যে এই হাত কে জানে। এবং এমন অনেক দেশে ফিরে আসা মানুষের হাত আর ওদের নিঃশ্বাস। কেন ওরা এমন করলো? বিদেশ থেকে এসে কেন ওরা ওদেরই স্বজাতির মাঝে এমন মারাত্মক ভাইরাস ছড়িয়ে দিয়ে গেল? যে মাটির বুকে নিঃশ্বাস নিয়ে ওরা বড় হয়েছে, সেই মাটির বাতাসই বিষিয়ে দিয়ে গেল। কেন?

মুক্তআলো২৪.কম