১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শ্রদ্ধা জানাতে আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার জম্মশতবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় আরও জানানো হয়েছে, ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আসবেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল গার্ড অব অনার প্রদান করবেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীর শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরকে ঘিরে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাধিসৌধ কমপ্লেক্সের প্রতিটি স্থাপনা ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পাশিপাশি সৌন্দর্যবর্ধনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগঞ্জে তিনস্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা সদর ও টুঙ্গিপাড়ার স্পর্শকাতর স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।